২ করিন্থীয় 8:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 কেননা এই কথা বলি না যে, অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবের নিয়মানুসারে হউক; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কেননা আমাদের উদ্দেশ্য এই নয় যে, অন্য সকলে আরামে থাকুক ও তোমরা কষ্টে থাক, বরং সাম্যতার নিয়মানুসারে হোক; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমাদের ইচ্ছা এই নয় যে অন্যেরা স্বস্তি বোধ করে এবং তোমরা প্রবল চাপ অনুভব করো, কিন্তু যেন সাম্যভাব বজায় থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 একথা বলছি না যে অন্যের দুঃখ লাঘবের জন্য তোমরাই শুধু কষ্টভোগ কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কেননা এ কথা বলি না যে, অন্য সকলের আরাম ও তোমাদের যেন ক্লেশ হয়, বরং সাম্যভাবের নিয়মানুসারে হউক; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 কারণ আমাদের উদ্দেশ্য এই নয় যে, অন্য সকলে আরাম করবে আর তোমরা কষ্টে পড়বে, বরং সব কিছুতে যেন সমতা থাকে। অধ্যায় দেখুন |