২ করিন্থীয় 6:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সমপর্ক? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, “আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর প্রতিমাদের সঙ্গে আল্লাহ্র গৃহেরই বা কি সম্পর্ক আছে? আমরাই তো জীবন্ত আল্লাহ্র গৃহ, যেমন আল্লাহ্ বলেছেন, “আমি তাদের মধ্যে বসতি করবো ও গমনাগমন করবো; এবং আমি তাদের আল্লাহ্ হব ও তারা আমার লোক হবে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 ঈশ্বরের মন্দির ও প্রতিমার মধ্যেই বা কী সহযোগিতা থাকতে পারে? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির! ঈশ্বর যেমন বলেছেন, “আমি তাদের মধ্যে বসতি করব ও তাদের মধ্যে গমনাগমন করব, আর আমি তাদের ঈশ্বর হব ও তারা আমার প্রজা হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার সম্পর্ক কি? আমরাই সদাজাগ্রত ঈশ্বরের মন্দির, ঈশ্বর বলেছেনঃ আমি তাদের মাঝে করব অধিষ্ঠান, তাদেরই সঙ্গে চলবে আমার নিত্য আসা যাওয়া। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক? আমরাই ত জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, “আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব; এবং আমি তাহাদের ঈশ্বর হইব, ও তাহারা আমার প্রজা হইবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঈশ্বরের মন্দিরের সাথে প্রতিমারই বা কি সম্পর্ক? কারণ আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির; যেমন ঈশ্বর বলেছেন: “আমি তাদের মধ্যে বাস করব এবং তাদের মধ্যে যাতায়াত করব; আমি তাদের ঈশ্বর হবো ও তারা আমার লোক হবে।” অধ্যায় দেখুন |