২ করিন্থীয় 6:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমি তোমাদের সন্তানের মত জেনে বলছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও অন্তর উম্মুক্ত রাখ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 শোভনীয় বিনিময়রূপে—আমি আমার সন্তানরূপে তোমাদের বলছি—তোমরাও তোমাদের হৃদয় উন্মুক্ত করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 আমার সন্তান মনে করেই আমি তোমাদের বলছি, আমাদের উদারতার প্রতিদানে তোমরা হৃদয় উন্মুক্ত কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 আমি তোমাদের সন্তান মনে করে বলছি, আমরা যেমন তোমাদের ভালবেসেছি তোমরাও যেন তেমনি মনপ্রাণ খুলে আমাদের ভালবাস। অধ্যায় দেখুন |