২ করিন্থীয় 5:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি, কিম্বা প্রবাসী হই, যেন তাঁহারই প্রীতির পাত্র হই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 আর সেজন্য আমরা নিজ দেহে বাস করি, কিংবা প্রবাসী হই, আমাদের লক্ষ্য হল তাঁকে খুশি করা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তাই আমরা এই শরীরে বাস করি বা এর থেকে দূরে থাকি, আমাদের লক্ষ্য হল তাঁকে সন্তুষ্ট করা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এই কারণে আমাদের একান্ত আশা আমরা নিবাসেই থাকি কিম্বা প্রবাসেই থাকি, আমরা যেন তাঁর প্রীতির পাত্র হতে পারি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 আর এই কারণ আমরা লক্ষ্য রাখিতেছি, নিবাসে থাকি, কিম্বা প্রবাসী হই, যেন তাঁহারই প্রীতির পাত্র হই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমাদের লক্ষ্য এই যে আমরা এই দেহের ঘরে বাস করি বা না করি, আমরা যেন ঈশ্বরকে সন্তুষ্ট করে চলি। অধ্যায় দেখুন |