২ করিন্থীয় 5:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 আমরা সাহস করছি এবং দেহ থেকে দূরে প্রবাস ও প্রভুর কাছে বাস করাকে অধিক বাঞ্ছনীয় জ্ঞান করছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 আমরা সুনিশ্চিত, তাই আমি বলি, আমরা বেশি করে চাইব, শরীর থেকে দূরে থেকে প্রভুর সান্নিধ্যে গিয়ে বাস করি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 আমরা এ বিষয়ে সুনিশ্চিত, তাই এই দেহরূপশিবির পরিত্যাগ করে প্রভুর সঙ্গে বাস করাই শ্রেয় মনে করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 আমরা সাহস করিতেছি, এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তাই আমি বলি যে আমাদের নিশ্চিত ভরসা আছে এবং বাস্তবিক আমরা এই দেহ ত্যাগ করে, আমাদের প্রকৃত আবাস প্রভুর কাছে থাকাই ভাল মনে করি। অধ্যায় দেখুন |