২ করিন্থীয় 13:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 এই তৃতীয় বার আমি তোমাদের কাছে যাইতেছি। “দুই কিম্বা তিন সাক্ষীর মুখে সকল কথা নিষপন্ন হইবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাচ্ছি। “দুই কিংবা তিন সাক্ষীর সাক্ষ্য অনুসারে সমস্ত কথা নিষপন্ন হবে।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তোমাদের কাছে এ হবে আমার তৃতীয় পরিদর্শন। “দুই বা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে কোনো বিষয় সত্যি বলে প্রমাণিত হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 আমি তৃতীয়বার তোমাদের কাছে যাচ্ছি। ‘দুই কিম্বা তিনজন সাক্ষীর কথায় প্রত্যেকটি অভিযোগের নিষ্পত্তি হবে’। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 এই তৃতীয় বার আমি তোমাদের কাছে যাইতেছি। “দুই কিম্বা তিন সাক্ষীর মুখে সকল কথা নিষ্পন্ন হইবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 এই তৃতীয়বার আমি তোমাদের কাছে যাচ্ছি। “দুই বা তিন জন সাক্ষীর প্রমাণ দ্বারা প্রত্যেক মামলার নিষ্পত্তি হওয়া উচিত।” অধ্যায় দেখুন |