২ করিন্থীয় 12:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য সহকারে, নানা চিহ্ন-কার্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রম-কার্য দ্বারা, সমপন্ন হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সমপূর্ণ ধৈর্য সহকারে, নানা চিহ্ন-কার্য, অদ্ভুত লক্ষণ ও কুদরতি-কাজ দ্বারা সম্পন্ন হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যেসব বিষয় কোনো প্রেরিতশিষ্যকে চিহ্নিত করে—চিহ্নকাজ, বিস্ময়কর ও অলৌকিক কর্মসকল—অত্যন্ত প্রযত্নের সঙ্গে আমি সেগুলি তোমাদের মধ্যে করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 অত্যন্ত ধৈর্যের সঙ্গে তোমাদের মধ্যে আমি ঈশ্বরের শক্তিতে যেসব অলৌকিক কাজ করেছি তা থেকেই তোমরা প্রমাণ পেয়েছ যে আমি প্রকৃতই প্রেরিত শিষ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 প্রেরিতের চিহ্ন সকল তোমাদের মধ্যে সম্পূর্ণ ধৈর্য্য সহকারে, নানা চিহ্নকার্য্য, অদ্ভুত লক্ষণ ও পরাক্রমকার্য্য দ্বারা, সম্পন্ন হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আমি যে একজন প্রেরিত তার সমস্ত প্রমাণ আমি তোমাদের দিয়েছি এবং প্রকৃত প্রেরিতদের মত ধৈর্য্যের সঙ্গে নানা অলৌকিক চিহ্ন ও আশ্চর্য কাজ সম্পন্ন করেছি। অধ্যায় দেখুন |