২ করিন্থীয় 11:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 কারণ আমার বিচার এই যে, সেই প্রেরিত-চূড়ামণিদের হইতে আমি একটুও পিছনে নহি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 কারণ আমার বিচার এই যে, সেই প্রেরিত-চূড়ামণিদের থেকে আমি একটুও পিছনে নই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 প্রকৃতপক্ষে, আমি মনে করি না, ওইসব “প্রেরিতশিষ্য-শিরোমণির” তুলনায় আমি কোনও অংশে নিকৃষ্ট। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 আমি মনে করি, সেই প্রেরিত চূড়ামণিদের চেয়ে কোন অংশে আমি নিকৃষ্ট নই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 কারণ আমার বিচার এই যে, সেই প্রেরিত-চূড়ামণিদের হইতে আমি একটুও পিছনে নহি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 কারণ আমার মনে হয় না যে আমি তথাকথিত সেই “মহান প্রেরিতদের” থেকে কোন অংশে পিছিয়ে পড়ে আছি। অধ্যায় দেখুন |