২ করিন্থীয় 10:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 কেননা আপনার প্রশংসা যে করে, সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন, সেই পরীক্ষাসিদ্ধ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 কেননা যে নিজের প্রশংসা করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করেন সেই পরীক্ষাসিদ্ধ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কারণ নিজের প্রশংসা যে করে সে নয়, কিন্তু প্রভু যার প্রশংসা করেন, সেই অনুমোদিত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 যে আত্মপ্রশংসা করে সে নয়, কিন্তু প্রভু যাকে স্বীকৃতি দেন, সে-ই প্রতিষ্ঠা লাভ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 কেননা আপনার প্রশংসা যে করে, সে নয়, কিন্তু প্রভু যাহার প্রশংসা করেন, সেই পরীক্ষাসিদ্ধ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কারণ যে মানুষ নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষন করে সে নয়, কিন্তু প্রভু যার সম্পর্কে উচ্চ ধারণা পোষন করেন সে-ই ভাল বলে প্রমাণিত হয়। অধ্যায় দেখুন |