২ করিন্থীয় 10:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আমরা পরিমাণ না মানিয়া যে পরের পরিশ্রমের শ্লাঘা করি, তাহা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও অপর্যাপ্তরূপে বিস্তারিত হইব; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আমরা সীমা না মেনে যে পরের পরিশ্রমের গর্ব করি তা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের ঈমান বৃদ্ধি পেলে আমাদের কাজের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও পর্যাপ্তরূপে প্রসারিত হব; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 এছাড়াও, অপর ব্যক্তিদের দ্বারা সাধিত কর্মের জন্য আমরা গর্ব করি না এবং এভাবে আমাদের নির্ধারিত সীমা অতিক্রমও করি না। আমাদের আশা এই যে তোমাদের বিশ্বাস যেমন যেমন বৃদ্ধি পাবে, তোমাদের সাহায্যে আমাদের সুসমাচার প্রচারের কাজও বিস্তৃত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অন্যের কর্মক্ষেত্রে প্রবেশ করে আমরা তাদের কাজের প্রাপ্য প্রশংসা নিজেরা নিই না। আমরা আশা করছি যে তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মাঝে আমাদের কর্মক্ষেত্র আগের চেয়ে আরও প্রসারিত হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমরা পরিমাণ না মানিয়া যে পরের পরিশ্রমের শ্লাঘা করি, তাহা নয়; কিন্তু প্রত্যাশা করি যে, তোমাদের বিশ্বাস বৃদ্ধি পাইলে আমাদের সীমা অনুসারে তোমাদের মধ্যে আরও অপর্য্যাপ্তরূপে বিস্তারিত হইব; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 আমাদের কাজ নিয়ে গর্ব করার যে সীমা তা আমরা ছাড়িয়ে যাব না। অন্যেরা কি করছে তা আমাদের গর্বের বিষয় নয়; পরিবর্তে আমরা আশা করি যে তোমাদের বিশ্বাস বাড়বার সাথে সাথে আমরা তোমাদের মধ্যে আরও কাজ করতে পারব। অধ্যায় দেখুন |