২ করিন্থীয় 10:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমরা কিন্তু পরিমাণের অতিরিক্ত শ্লাঘা করিব না, বরং ঈশ্বর পরিমাণ বলিয়া আমাদের পক্ষে যে সীমা নিরূপণ করিয়াছেন, তাহার পরিমাণ অনুসারে শ্লাঘা করিব; তাহা তোমাদের নিকট পর্যন্তও যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমরা কিন্তু সীমার অতিরিক্ত গর্ব করবো না, বরং আল্লাহ্ পরিমাণ হিসাবে আমাদের পক্ষে যে সীমা নির্ধারণ করেছেন, তার পরিমাণ অনুসারে গর্ব করবো; আর সেই সীমানার মধ্যে তোমরাও রয়েছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমরা অবশ্য যথাযথ সীমা অতিক্রম করে গর্ব করব না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য যে কর্মক্ষেত্র নির্ধারণ করেছেন, যা তোমাদের কাছ পর্যন্ত প্রসারিত হয়েছে, সেই কর্মক্ষেত্র অবধি আমাদের গর্বকে সীমিত রাখব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আমরা মাত্রার অতিরিক্ত গর্ব করব না। ঈশ্বর আমাদের জন্য যে কর্মক্ষেত্র নির্দিষ্ট করেছেন তার সীমার মধ্যেই থাকব। তোমরাও এই সীমার মধ্যেই আছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমরা কিন্তু পরিমাণের অতিরিক্ত শ্লাঘা করিব না, বরং ঈশ্বর পরিমাণ বলিয়া আমাদের পক্ষে যে সীমা নিরূপণ করিয়াছেন, তাহার পরিমাণ অনুসারে শ্লাঘা করিব; তাহা তোমাদের নিকট পর্য্যন্তও যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 নিজেদের বিষয়ে যতটুকু গর্ব করার অধিকার আমাদের আছে, আমরা তার বেশী করব না, বরং ঈশ্বর আমাদের কর্মক্ষেত্রে যে সীমা নিরূপণ করেছেন সেই সীমার মধ্যে থাকব। সেই সীমার মধ্যে তোমরাও আছো। অধ্যায় দেখুন |