২ করিন্থীয় 1:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আমরা ত আর কোন বিষয় তোমাদিগকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি, যাহা তোমরা পাঠ করিয়া থাক, অথবা স্বীকার করিয়া থাক, আর আশা করি, তোমরা শেষ পর্যন্ত তাহা স্বীকার করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আমরা তো আর কোন বিষয় তোমাদের লিখছি না, কেবল তা-ই লিখছি, যা তোমরা পাঠ করে থাক, অথবা স্বীকার করে থাক, আর আশা করি, তোমরা শেষ পর্যন্ত তা স্বীকার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আমরা শুধু তাই লিখছি, যা তোমরা পড়তে ও বুঝতে পারবে। আমি এই আশাতেই আছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13-14 তোমরা পড়ে যা বুঝতে পারবে এমন বিষয় ছাড়া আর কিছুই আমরা তোমাদের কাছে লিখছি না। এখন অবশ্য আমাদের কিছুটা বুঝতে পারছ। আশা করি তোমরা একদিন আমাদের সম্পূর্ণভাবে বুঝতে পারবে। প্রভু যীশুর পুনরাবির্ভাবের দিনে আমরা যেমন তোমাদের জন্য, তেমনি তোমরাও আমাদের জন্য গর্ববোধ করতে পারবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আমরা ত আর কোন বিষয় তোমাদিগকে লিখিতেছি না, কেবল তাহাই লিখিতেছি, যাহা তোমরা পাঠ করিয়া থাক, অথবা স্বীকার করিয়া থাক, আর আশা করি, তোমরা শেষ পর্য্যন্ত তাহা স্বীকার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 হ্যাঁ, তোমরা যা পড়তে বা বুঝতে পারবে না এমন কোন কিছু আমি তোমাদের লিখছি না। আশা করি তোমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবে। অধ্যায় দেখুন |