১ শমূয়েল 9:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তখন চাকরটি শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদিগকে পথ বলিয়া দিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তখন ভৃত্যটি তালুতকে জবাবে বললো, দেখুন, আমার হাতে এক শেকলের চার ভাগের এক ভাগ রূপা আছে; আমি আল্লাহ্র লোককে এ-ই দেব, আর তিনি আমাদেরকে পথ বলে দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 দাস আবার তাঁকে উত্তর দিল। সে বলল, “দেখুন, আমার কাছে এক শেকলের চার ভাগের এক ভাগ রুপো আছে। আমি সেটি ঈশ্বরের লোককে দিয়ে দেব যেন তিনি আমাদের বলে দেন, কোন পথে আমাদের যেতে হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সেই দাস উত্তরে শৌলকে বলল, দেখুন, আমার কাছে এক শেকেল এর সিকি পরিমাণ রূপো আছে, আমি সেটি ঈশ্বরভক্ত ব্যক্তিকে দেব, তাহলে তিনি আমাদের পথ বলে দেবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তখন চাকরটী শৌলকে উত্তর করিল, দেখুন, আমার হস্তে শেকলের চতুর্থাংশ রৌপ্য আছে; আমি ঈশ্বরের লোককে ইহাই দিব, আর তিনি আমাদিগকে পথ বলিয়া দিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 ভৃত্যটি শৌলকে বলল, “শোন, আমার কাছে যৎসামান্য কিছু অর্থ আছে, সেটা আমি ঈশ্বরের লোককে দেব। তিনিই আমাদের রাস্তা বলে দেবেন।” অধ্যায় দেখুন |