১ শমূয়েল 9:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তখন শৌল আপন চাকরটিকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তখন তালুত তাঁর ভৃত্যটিকে বললেন, ভালই বললে; চল আমরা যাই। আর আল্লাহ্র লোক যেখানে ছিলেন তাঁরা সেই নগরে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 শৌল তাঁর দাসকে বললেন, “ঠিক আছে, চলো, সেখানে যাওয়া যাক।” অতএব তাঁরা সেই নগরটির উদ্দেশে রওনা হয়ে গেলেন, যেখানে ঈশ্বরের লোক তখন ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 শৌল তখন তাঁর দাসকে বললেন, ঠিক বলেছ, তাহলে চল যাই। তখন তাঁরা যে নগরে সেই ঈশ্বরভক্ত ব্যক্তি ছিলেন সেখানে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 —তখন শৌল আপন চাকরটীকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন। অধ্যায় দেখুন |