১ শমূয়েল 9:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাঁহার নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফিহের পুত্র। কীশ একজন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর বিন্ইয়ামীন-বংশীয় এক জন লোক ছিলেন, তাঁর নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফিহের পুত্র। কীশ এক জন বিন্ইয়ামীনীয় বলবান বীর ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সেখানে সমাজে সুপ্রতিষ্ঠিত বিন্যামীন বংশীয় একজন ব্যক্তি ছিলেন, যাঁর নাম কীশ। কীশ অবীয়েলের ছেলে, অবীয়েল সরোরের ছেলে, সরোর বখোরতের ছেলে, বখোরত বিন্যামীন বংশীয় অফিয়ের ছেলে ছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 কীশ নামে বিন্যামীন বংশের একজন সঙ্গতিপন্ন ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তিনি অবিয়েলের পুত্র, অবিয়েল ছিলেন সরোরের পুত্র, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর বিন্যামীন বংশীয় এক লোক ছিলেন, তাঁহার নাম কীশ। তিনি অবীয়েলের পুত্র, ইনি সরোরের পুত্র, ইনি বখোরতের পুত্র, ইনি অফীহের পুত্র। কীশ এক জন বিন্যামীনীয় বলবান বীর ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 কীশ ছিলেন বিন্যামীন পরিবারগোষ্ঠীর একজন গণ্যমান্য ব্যক্তি। কীশের পিতার নাম অবীয়েল। অবীয়েলের পিতা সরোর। সরোরের পিতা বখোরত, বখোরতের পিতা অফীহ, তিনি বিন্যামীনের লোক। অধ্যায় দেখুন |