১ শমূয়েল 8:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর তোমাদের শস্যের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপন কর্মচারীদিগকে ও দাসদিগকে দিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর তোমাদের শস্যের ও আঙ্গুরের দশ ভাগের এক ভাগ নিয়ে তাঁর কর্মচারী ও গোলামদের দেবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তিনি তোমাদের ফসলের ও মরশুমী দ্রাক্ষারসের দশমাংশ আদায় করে তা তাঁর কর্মকর্তা ও পরিচারকদের হাতে তুলে দেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সে তোমাদের শস্য ও আঙুর ফলের দশভাগের এক ভাগ তোমাদের কাছ থেকে নিয়ে তার নিজস্ব কর্মচারী ও ভৃত্যদের দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর তোমাদের শস্যের ও দ্রাক্ষার দশমাংশ লইয়া আপন কর্ম্মচারীদিগকে ও দাসদিগকে দিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 তোমাদের শস্য আর দ্রাক্ষার দশভাগের একভাগ নিয়ে তার কর্মচারী আর ভৃত্যদের দিয়ে দেবে। অধ্যায় দেখুন |