১ শমূয়েল 6:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুক এবং তৎসহ ঐ স্বর্ণময় বস্তুগুলি-সম্বলিত আধার নামাইয়া ঐ বৃহৎ প্রস্তরের উপরে রাখিল, এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিবসে সদাপ্রভুর উদ্দেশে হোম ও বলিদান করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 আর লেবীয়েরা মাবুদের সিন্দুকটি এবং সোনার বস্তুগুলো সহ আধারটি নামিয়ে ঐ পবিত্র পাথরের উপরে রাখল এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিনে মাবুদের উদ্দেশে পোড়ানো-কোরবানী ও অন্যান্য কোরবানী দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 লেবীয়রা সোনার বস্তুগুলি দিয়ে ভরা বাক্সটি সমেত সদাপ্রভুর সিন্দুকটিকে নামিয়ে এনে সেগুলি সেই বিশাল পাষাণ-পাথরটির উপর সাজিয়ে রাখল। সেইদিন বেত-শেমশের লোকজন সদাপ্রভুর উদ্দেশে হোমবলি ও উপহার উৎসর্গ করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 লেবীয়েরা এসে প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকটি এবং তার সঙ্গে স্বর্ণদ্রব্যবাহী আধারটি নামিয়ে সেই প্রকাণ্ড পাথরটির উপর রাখল। বেৎ-শেমেশের অধিবাসীরা সেদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম ও বলি উৎসর্গ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর লেবীয়েরা সদাপ্রভুর সিন্দুর এবং তৎসহ ঐ স্বর্ণময় বস্তুগুলি সম্বলিত আধার নামাইয়া ঐ মহৎ প্রস্তরের উপরে রাখিল, এবং বৈৎ-শেমশের লোকেরা সেই দিবসে সদাপ্রভুর উদ্দেশে হোম ও বলিদান করিল। অধ্যায় দেখুন |