১ শমূয়েল 4:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তখন বিন্যামীনীয় একজন লোক সৈন্যশ্রেণী হইতে দৌড়াইয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত লইল; তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তখন বিন্ইয়ামীনীয় এক জন লোক সৈন্যশ্রেণী থেকে দৌড়ে গিয়ে সেই দিনে শীলোতে উপস্থিত হল; তার কাপড় ছেঁড়া ও মাথায় মাটি ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 ঠিক সেদিনই বিন্যামীন গোষ্ঠীভুক্ত একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে ছিন্নবস্ত্রে ও ধূলিধূসরিত মস্তকে শীলোতে পালিয়ে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 অধিকৃত হল ঈশ্বরের চুক্তি সিন্দুক এবং এলির দুই পুত্র হফনি ও পিনহস নিহত হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তখন বিন্যামীনীয় এক জন লোক সৈন্যশ্রেণী হইতে দৌড়িয়া গিয়া সেই দিবসে শীলোতে উপস্থিত হইল; তাহার বস্ত্র ছিন্ন ও মস্তকে মৃত্তিকা ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সেদিন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এল। সে যে কত দুঃখী তা বোঝানোর জন্যে কাপড় চোপড় ছিঁড়ে ফেলল, মাথায় ধূলো মাখল। অধ্যায় দেখুন |