১ শমূয়েল 31:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার নাগাল পাইল; সেই ধনুর্ধারিগণ হইতে শৌল অতিশয় ত্রাসযুক্ত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে তালুতের বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ হল, আর তীরন্দাজেরা তাঁর নাগল পেল; সেই তীরন্দাজদের দ্বারা সাংঘাতিকভাবে আহত হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 শৌলের চারপাশে ভীষণ যুদ্ধ চলছিল, এবং তীরন্দাজেরা তাঁর নাগাল পেয়ে তাঁকে গুরুতরভাবে আহত করে ফেলেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 শৌলের সঙ্গে তাদের ঘোরতর যুদ্ধ হোল। তীরন্দাজ, সৈন্যেরা তাঁকে ঘিরে ধরল। তাদের হাতে শৌল সাংঘাতিক ভাবে আহত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে শৌলের বিরুদ্ধে ঘোরতর সংগ্রাম হইল, আর ধনুর্ধরেরা তাঁহার লাগাল পাইল; সেই ধনুর্ধারিগণ হইতে শৌল অতিশয় ত্রাসযুক্ত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 যুদ্ধের অবস্থা শৌলের পক্ষে খারাপ থেকে আরও খারাপ হতে লাগল। তীরন্দাজরা তীর ছুঁড়ে শৌলকে গুরুতরভাবে আহত করল। অধ্যায় দেখুন |