১ শমূয়েল 30:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 ও হিব্রোণ, যে যে স্থানে দায়ূদের ও তাঁহার লোকদের গমনাগমন হইত, সেই সকল স্থানের লোকদের কাছে [তিনি তাহা পাঠাইলেন]। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 সেসব স্থানের লোকদের কাছে তিনি তা পাঠালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 ও হিব্রোণে থাকতেন; তথা অন্যান্য সেইসব স্থানে থাকতেন, যেখানে যেখানে তিনি ও তাঁর লোকজন ঘুরে বেড়াতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 সেই সকল স্থানের লোকদের কাছে [তিনি তাহা পাঠাইলেন]। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 এবং হিব্রোণ শহরের নেতাদের কাছে দায়ূদ উপহার পাঠালেন। তাছাড়া আর যে যে দেশে দায়ূদ ও তাঁর লোকরা ছিল, সেইসব দেশের নেতাদের কাছেও তিনি উপহার পাঠালেন। অধ্যায় দেখুন |