১ শমূয়েল 30:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 সেই দিন অবধি দায়ূদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করিলেন, ইহা অদ্য পর্যন্ত চলিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 সেদিন থেকে দাউদ ইসরাইলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন, এই নিয়ম আজ পর্যন্ত চলছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত দাউদ ইস্রায়েলের জন্য এই নিয়ম ও বিধি স্থির করে দিয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 সকলেরই ভাগ সমান। সেদিন থেকেই দাউদ ইসরায়েলীদের মধ্যে এই রীতি ও কানুন প্রবর্তন করলেন। আজ, পর্যন্ত তা চলে আসছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সেই দিন অবধি দায়ূদ ইস্রায়েলের জন্য বিধি ও শাসন স্থির করিলেন, ইহা অদ্য পর্য্যন্ত চলিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 দায়ূদ ইস্রায়েলের জন্য এই বিধি ও শাসন স্থির করলেন। এই বিধান আজও চালু আছে। অধ্যায় দেখুন |