১ শমূয়েল 30:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 পরে তাহারা মাঠের মধ্যে একজন মিসরীয়কে পাইয়া তাহাকে দায়ূদের নিকটে আনিল, এবং তাহাকে রুটি দিলে সে ভোজন করিল, আর তাহারা তাহাকে জল পান করিতে দিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 পরে তারা মাঠের মধ্যে এক জন মিসরীয়কে পেয়ে তাকে দাউদের কাছে আনলো এবং তাকে রুটি দিলে সে ভোজন করলো, আর তারা তাকে পানি পান করতে দিল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তারা মাঠে একজন মিশরীয় লোককে খুঁজে পেয়ে তাকে দাউদের কাছে নিয়ে এসেছিল। তারা তাকে জলপান করতে ও খাবার খেতে দিয়েছিল— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 দাউদের অনুচররা প্রান্তরে একজন মিশরী লোককে দেখতে পেয়ে দাউদের কাছে তাকে ধরে নিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 পরে তাহারা মাঠের মধ্যে এক জন মিস্রীয়কে পাইয়া তাহাকে দায়ূদের নিকটে আনিল, এবং তাহাকে রুটী দিলে সে ভোজন করিল, আর তাহারা তাহাকে জল পান করিতে দিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 দায়ূদের লোকরা মাঠের মধ্যে একজন মিশরীয়কে দেখতে পেল। তারা তাকে দায়ূদের কাছে নিয়ে এসে জল আর কিছু খাবার দিল। অধ্যায় দেখুন |