১ শমূয়েল 3:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 পরে এলি শমূয়েলকে ডাকিলেন, কহিলেন, হে আমার বৎস, শমূয়েল! তিনি উত্তর করিলেন, এই যে আমি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 পরে আলী শামুয়েলকে ডেকে, বললেন, হে আমার সন্তান, শামুয়েল! তিনি জবাব দিলেন, এই যে আমি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 কিন্তু এলি তাকে ডেকে বললেন, “বাছা শমূয়েল।” শমূয়েল উত্তর দিল, “আমি এখানে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এই দর্শনের কথা তিনি এলিকে জানাতে শঙ্কিত হলেন। কিন্তু শমুয়েলকে ডেকে বললেন, বৎস শমুয়েল, তিনি উত্তর দিলেন, এই যে আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 পরে এলি শমূয়েলকে ডাকিলেন, কহিলেন, হে আমার বৎস, শমূয়েল! তিনি উত্তর করিলেন, এই যে আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 কিন্তু এলি শমূয়েলকে বলল, “শমূয়েল, আমার পুত্র!” শমূয়েল বলল, “আমি এইখানে।” অধ্যায় দেখুন |