১ শমূয়েল 3:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল; আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 পরে মাবুদ এসে দাঁড়ালেন এবং অন্য অন্যবারের মত ডেকে বললেন, শামুয়েল, শামুয়েল; আর শামুয়েল জবাবে বললেন, বলুন, আপনার গোলাম শুনছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 সদাপ্রভু এসে, সেখানে দাঁড়িয়ে অন্যান্যবারের মতো এবারও ডাক দিয়ে বললেন, “শমূয়েল! শমূয়েল!” তখন শমূয়েল বলল, “বলুন, কারণ আপনার দাস শুনছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 পরে প্রভু পরমেশ্বর উপস্থিত হয়ে অন্যান্য বারের মত আহ্বান করলেন, শমুয়েল! শমুয়েল! শমুয়েল উত্তর দিলেন, বলুন, আপনার দাস শুনছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 পরে সদাপ্রভু আসিয়া দাঁড়াইলেন, এবং অন্য অন্য বারের ন্যায় ডাকিয়া কহিলেন, শমূয়েল, শমূয়েল; আর শমূয়েল উত্তর করিলেন, বলুন, আপনার দাস শুনিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 প্রভু সেখানে এসে দাঁড়ালেন। আবার তিনি আগের মতো ডাকলেন: “শমূয়েল, শমূয়েল!” এবার শমূয়েল সাড়া দিল: “বলুন প্রভু, আপনার দাস শুনছে।” অধ্যায় দেখুন |