১ শমূয়েল 29:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 তাহাতে আখীশ উত্তর করিয়া দায়ূদকে কহিলেন, আমি জানি, ঈশ্বরের দূতের ন্যায় তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বলিয়াছেন, সেই ব্যক্তি আমাদের সহিত যুদ্ধে যাইতে পারিবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 তাতে আখীশ জবাবে দাউদকে বললেন, আমি জানি, আল্লাহ্র ফেরেশতার মতই তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু ফিলিস্তিনীদের নেতৃবর্গ বলেছেন, সেই ব্যক্তি আমাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আখীশ উত্তর দিলেন, “আমি জানি যে আমার নজরে তুমি ঈশ্বরের এক দূতের মতোই ভালো; তা সত্ত্বেও, ফিলিস্তিনী সেনাপতিরা বলেছে, ‘সে যেন আমাদের সঙ্গে যুদ্ধে না যায়।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আমি জানি, আমার দৃষ্টিতে তুমি একজন দেবদূতের মতই নির্মল। কিন্তু তা সত্ত্বেও ফিলিস্তিনী সেনানায়কেরা বলেছেন তুমি তাদের সঙ্গে যুদ্ধে যেতে পারবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তাহাতে আখীশ উত্তর করিয়া দায়ূদকে কহিলেন, আমি জানি, ঈশ্বরের দূতের ন্যায় তুমি আমার দৃষ্টিতে উত্তম, কিন্তু পলেষ্টীয়দের অধ্যক্ষগণ বলিয়াছেন, সেই ব্যক্তি আমাদের সহিত যুদ্ধে যাইতে পাইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আখীশ উত্তর দিলেন, “আমি তোমায় একজন ভালো মানুষ হিসাবে গণ্য করি। তুমি একজন ঈশ্বরের দূতের মতো। কিন্তু কি করব, পলেষ্টীয় সেনাপতিরা বলছে, ‘দায়ূদ আমাদের সঙ্গে যুদ্ধ করতে যাবে না।’ অধ্যায় দেখুন |
তাহাতে পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহার উপরে ত্রুুদ্ধ হইলেন, আর পলেষ্টীয়দের অধ্যক্ষগণ তাঁহাকে কহিলেন, তুমি তাহাকে ফিরাইয়া পাঠাইয়া দেও; সে তোমার নিরূপিত আপন স্থানে ফিরিয়া যাউক, আমাদের সহিত যুদ্ধে না আইসুক, পাছে সে যুদ্ধে আমাদের বিপক্ষ হয়; কেননা এই সব লোকের মুণ্ডু ছাড়া আর কিসে সে আপন কর্তাকে প্রসন্ন করিবে? এ কি সেই দায়ূদ নয়,