১ শমূয়েল 26:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরে দায়ূদ উঠিয়া শৌলের শিবির-স্থানের নিকটে গেলেন, এবং দায়ূদ, শৌলের ও তাঁহার সেনাপতি নেরের পুত্র অব্নেরের শয়ন-স্থান দেখিলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুইয়াছিলেন, এবং লোকেরা তাঁহার চারিদিকে ছাউনি করিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরে দাউদ তালুতের শিবিরের কাছে গেলেন এবং দাউদ তালুতের ও তাঁর সেনাপতি নেরের পুত্র অব্নেরের শোবার জায়গা দেখে নিলেন; তালুত শকটমণ্ডলের মধ্যে শুয়ে ছিলেন এবং লোকেরা তাঁর চারদিকে ছাউনি করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পরে দাউদ উঠে শৌল যেখানে শিবির করে বসেছিলেন, সেখানে পৌঁছে গেলেন। শৌল এবং সৈন্যদলের সেনাপতি, নেরের ছেলে অবনের যেখানে শুয়েছিলেন দাউদ সেই স্থানটি দেখেছিলেন। শৌল শিবিরের ভিতরে শুয়েছিলেন, এবং সৈন্যদল তাঁকে চারপাশে ঘিরে রেখেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তিনি তখন শৌলের শিবিরের কাছে গেলেন এবং শৌল তাঁর সেনাপতি নেরের পুত্র অবনের যেখানে শুয়েছিলেন সেই স্থানটি দেখলেন। শৌল ও তাঁর শিবিরের মধ্যে শুয়েছিলেন। তাঁর শিবিরের চারিদিকে ঘিরে ছিল সৈন্যদের ছাউনি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরে দায়ূদ উঠিয়া শৌলের শিবির-স্থানের নিকটে গেলেন, এবং দায়ূদ, শৌলের ও তাঁহার সেনাপতি নেরের পুত্র অব্নেরের শয়ন-স্থান দেখিলেন; শৌল শকটমণ্ডলের মধ্যে শুইয়াছিলেন, এবং লোকেরা তাঁহার চারিদিকে ছাউনি করিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দায়ূদ শৌলের শিবিরে উপস্থিত হলেন। তিনি দেখলেন কোথায় শৌল আর অব্নের ঘুমাচ্ছিলেন। (অব্নের, শৌলের সেনাপতি, নেরের পুত্র।) শৌল শিবিরের মাঝখানে ঘুমোচ্ছিলেন। সৈন্যরা তাঁর চারপাশে ছিল। অধ্যায় দেখুন |