১ শমূয়েল 26:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 পরে দায়ূদ অন্য পারে গিয়া দূরে পর্বতের শৃঙ্গে দাঁড়াইলেন; তাঁহাদের মধ্যে অনেকটা স্থান ব্যবধান ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 পরে দাউদ অন্য পারে গিয়ে দূরে পর্বতের চূড়ায় দাঁড়ালেন; তাঁদের মধ্যে অনেকটা স্থান ব্যবধান ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 পরে দাউদ অন্যদিকে কিছুটা দূরে গিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন; তাঁদের দুজনের মাঝখানে বেশ কিছুটা খালি স্থান ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 দাউদ অপর পারে নিরাপদ দূরত্বে গিয়ে দূরে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 পরে দায়ূদ অন্য পারে গিয়া দূরে পর্ব্বতের শৃঙ্গে দাঁড়াইলেন; তাঁহাদের মধ্যে অনেকটা স্থান ব্যবধান ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 দায়ূদ উপত্যকা পেরিয়ে পাহাড়ের শিখরে গিয়ে দাঁড়ালেন। সেই জায়গা থেকে শৌলের শিবির অনেক দূরে ছিল। অধ্যায় দেখুন |