১ শমূয়েল 26:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকাইয়া নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 পরে সীফীয়েরা গিবিয়াতে তালুতের কাছে গিয়ে বললো, দাউদ তো যিশীমোনের সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকিয়ে আছে! অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 সীফীয়েরা গিবিয়াতে শৌলের কাছে গিয়ে তাঁকে বলল, “দাউদ কি যিশীমোনের সামনে অবস্থিত হখীলা পাহাড়ে লুকিয়ে নেই?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে বলল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকাইয়া নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 সীফের লোকরা শৌলের সঙ্গে দেখা করতে গিবিয়ায় গেল। তারা শৌলকে বলল, “দায়ূদ হখীলার পাহাড়ে লুকিয়ে রয়েছে। যেশিমোনের ঠিক অপর দিকেই সেই পাহাড়।” অধ্যায় দেখুন |