১ শমূয়েল 25:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর তাহাকে এই কথা বল, চিরজীবী হউন; আপনার কুশল, আপনার বাটীর কুশল, ও আপনার সর্বস্বের কুশল হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর তাকে এই কথা বল, চিরজীবী হোন; আপনার কুশল, আপনার বাড়ির কুশল ও আপনার সর্বস্বের কুশল হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 তাকে গিয়ে বোলো: ‘আপনি দীর্ঘজীবী হোন! আপনি কুশলে থাকুন ও আপনার পরিবারও কুশলে থাকুক! এবং আপনার সর্বস্বের কুশল হোক! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 আপনার ও আপনার পরিবারের সকলের এবং আপনার সমস্ত বিষয়সম্পত্তির শ্রীবৃদ্ধি হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর তাহাকে এই কথা বল, চিরজীবি হউন; আপনার কুশল, আপনার বাটীর কুশল, ও আপনার সর্ব্বস্বের কুশল হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 দায়ূদ নাবলের জন্য এই বার্তা দিলেন, “আশা করছি তুমি ও তোমার পরিবারের সকলে ভাল আছো। তোমাদের যা যা আছে সবই ভাল আছে। অধ্যায় দেখুন |