১ শমূয়েল 25:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 আর দায়ূদ যিষ্রিয়েলীয়া অহীনোয়মকেও বিবাহ করিলেন; তাহাতে তাহারা উভয়েই তাঁহার স্ত্রী হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 আর দাউদ যিষ্রিয়েলীয়া অহীনোয়মকেও বিয়ে করলেন; তাতে তারা উভয়েই তাঁর স্ত্রী হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 দাউদ যিষ্রিয়েলীয় অহীনোয়মকেও বিয়ে করলেন, ও তারা দুজনেই তাঁর স্ত্রী হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 দাউদ জেজরিলের অহিনোয়ামকেও বিবাহ করলেন। তাঁরা দুজনেই তাঁর স্ত্রী হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 আর দায়ূদ যিষ্রিয়েলীয়া অহীনোয়মকেও বিবাহ করিলেন; তাহাতে তাহারা উভয়েই তাঁহার স্ত্রী হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 দায়ূদ যিষ্রিয়েলীয় অহীনোয়মকেও বিবাহ করেছিলেন। অবীগল আর অহীনোয়ম দুজনেই দায়ূদের স্ত্রী হল। অধ্যায় দেখুন |