১ শমূয়েল 25:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর নাবল আপন মেষগণের লোম ছেদন করিতেছে, দায়ূদ প্রান্তরে এই কথা শুনিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর নাবল তার ভেড়াগুলোর লোম ছাঁটাই করছে, দাউদ মরুভূমিতে থাকবার সময়ে এই কথা শুনলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 দাউদ মরুপ্রান্তরে থাকার সময় শুনতে পেয়েছিলেন যে নাবল মেষের লোম ছাঁটছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দাউদ প্রান্তরে থাকা কালে সংবাদ পেলেন যে নাবল তার মেষপালের লোম ছাঁটাই করছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর নাবল আপন মেষগণের লোম ছেদন করিতেছে, দায়ূদ প্রান্তরে এই কথা শুনিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 দায়ূদ মরুভূমিতে থাকতে থাকতেই শুনেছিলেন নাবল মেষের গা থেকে পশম ছাঁটছে। অধ্যায় দেখুন |