১ শমূয়েল 25:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 আর ধন্য তোমার সুবিচার, এবং ধন্য তুমি, কারণ অদ্য তুমি রক্তপাত ও স্বহস্তে প্রতিশোধ লইতে আমাকে নিবৃত্ত করিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 আর ধন্য তোমার সুবিচার এবং ধন্য তুমি, কারণ আজ তুমি রক্তপাত করার হাত থেকে ও নিজের হাতে প্রতিশোধ নেওয়ার হাত থেকে আমাকে নিবৃত্ত করলে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 তোমার সুবিবেচনার জন্য এবং আমাকে আজ তুমি রক্তপাত করা থেকে ও নিজের হাতে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রেখেছ বলে তুমি ধন্যা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 তুমিই আজ রক্তপাত ও নিজের হাতে প্রতিশোধ নেওয়া থেকে আমাকে নিরস্ত করলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 আর ধন্য তোমার সুবিচার, এবং ধন্যা তুমি, কারণ অদ্য তুমি রক্তপাত ও স্বহস্তে প্রতিশোধ লইতে আমাকে নিবৃত্ত করিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 তোমার সুবিচারের জন্য ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। আজ তুমি নিরীহ মানুষদের হত্যা করার পাপ থেকে আমাকে বাঁচালে। অধ্যায় দেখুন |