১ শমূয়েল 24:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটীতে চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তখন দাউদ তালুতের কাছে কসম করলেন। পরে তালুত বাড়ি চলে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকেরা সুরক্ষিত স্থানে উঠে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অতএব দাউদ শৌলের কাছে শপথ করলেন। পরে শৌল ঘরে ফিরে গেলেন, কিন্তু দাউদ ও তাঁর লোকজন ঘাঁটিতে চলে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দাউদ শৌলের কাছে সেই প্রতিজ্ঞাই করলেন। এরপর শৌল বাড়ি ফিরে গেলেন, আর দাউদ ও তাঁর সঙ্গীরা তাঁদের গোপন আস্তানায় চলে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তখন দায়ূদ শৌলের নিকটে দিব্য করিলেন। পরে শৌল বাটী চলিয়া গেলেন, কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা দুরাক্রম স্থানে উঠিয়া গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দায়ূদ শৌলকে প্রতিশ্রুতি দিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন তিনি শৌলের পরিবারের কাউকে হত্যা করবেন না। তারপর শৌল ফিরে গেলেন। দায়ূদ এবং তাঁর সঙ্গীরা দুর্গে চলে গেলো। অধ্যায় দেখুন |