১ শমূয়েল 24:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তাহাতে শৌল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ূদের ও তাঁহার লোকদের অন্বেষণে গমন করিলেন. অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাতে তালুত সমস্ত ইসরাইল থেকে মনোনীত তিন হাজার লোক নিয়ে বন্য ছাগলের শৈলের উপরে দাউদের ও তাঁর লোকদের খোঁজে গেলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 অতএব শৌল সমস্ত ইস্রায়েল থেকে 3,000 দক্ষ যুবক সংগ্রহ করে দাউদ ও তাঁর লোকজনের খোঁজে জংলী ছাগলদের পাহাড়ের চুড়োয় উঠে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 শৌল তখন সারা ইসরায়েলের মধ্যে থেকে তিনি হাজার লোক বেছে নিয়ে দাউদ ও তাঁর অনুচরদের সন্ধানে বুনো ছাগলের পাহাড়ের সম্মুখে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহাতে শৌল সমস্ত ইস্রায়েল হইতে মনোনীত তিন সহস্র লোক লইয়া বনচ্ছাগের শৈল সকলের উপরে দায়ূদের ও তাঁহার লোকদের অন্বেষণে গমন করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তখন শৌল ইস্রায়েল থেক 3000 জন পুরুষ বেছে নিলেন। শৌল তাদের সঙ্গে বুনো ছাগলের শিলার কাছে দায়ূদ ও তাঁর সঙ্গীদের খোঁজ করতে লাগলেন। অধ্যায় দেখুন |