১ শমূয়েল 23:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তোমরা যাও, আরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়া লও, তাহার পা রাখিবার স্থান কোথায়? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তোমরা যাও, আরও সন্ধান করে জেনে নাও, দেখ তার পা রাখার স্থান কোথায়? আর সেখানে তাকে কে দেখেছে? কেননা দেখ, লোকে আমাকে বলেছে, সে ভীষণ চালাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যাও, আরও তথ্য সংগ্রহ করো। খুঁজে দেখো, দাউদ সাধারণত কোথায় যায় ও সেখানে তাকে কে দেখেছে। লোকে বলে সে নাকি খুব চালাক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 তোমরা যাও, আরও সঠিক সন্ধান নাও, খোঁজ করে দেখ তার আস্তানা কোথায় আর সেখানে কে তাকে দখেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তোমরা যাও, আরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়া লও, তাহার পা রাখিবার স্থান কোথায়? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যাও, দায়ূদ সম্বন্ধে আরও খোঁজখবর করো। দেখ, কোথায় সে রয়েছে, কে কে দায়ূদকে সেখানে দেখেছে। শৌল ভাবলেন, ‘দায়ূদ চালাক ও চতুর তাই হয়তো আমার সঙ্গে চালাকি করতে চাইছে।’ অধ্যায় দেখুন |