Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 22:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 তখন ইদোমীয় দোয়েগ যে শৌলের দাসগণের নিকটে দাঁড়াইয়াছিল সে উত্তর করিল, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পুত্রকে যাইতে দেখিয়াছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 তখন ইদোমীয় দোয়েগ— যে তালুতের গোলামদের কাছে দাঁড়িয়ে ছিল, সে জবাবে বললো, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের কাছে ইয়াসির পুত্রকে যেতে দেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 কিন্তু শৌলের কর্মকর্তাদের সঙ্গে যে দাঁড়িয়েছিল, সেই ইদোমীয় দোয়েগ বলল, “আমি নোবে অহীটূবের ছেলে অহীমেলকের কাছে যিশয়ের ছেলেকে আসতে দেখেছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 ইদোমের অধিবাসী দোয়েগ সেই সময়ে শৌলের পারিষদের কাছে দাঁড়িয়েছিল। সে বলল, আমি যিশয়ের পুত্রকে অহিটুবের পুত্র অহিমেলকের কাছে নোবের দিকে যেতে দেখেছি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 তখন ইদোমীয় দোয়েগ—যে শৌলের দাসগণের নিকটে দাঁড়াইয়াছিল—সে উত্তর করিল, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পুত্রকে যাইতে দেখিয়াছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 ইদোম পরিবারের দোয়েগ সেখানে শৌলের আধিকারিকদের সঙ্গে দাঁড়িয়েছিল। দোয়েগ বললেন, “আমি যিশয়ের পুত্রকে নোবে দেখেছিলাম। সে অহীটুবের পুত্র অহীমেলকের সঙ্গে দেখা করতে এসেছিল।

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 22:9
8 ক্রস রেফারেন্স  

রক্তপাত করণার্থে তোমার মধ্যে কর্ণেজপ লোক থাকিয়া আসিয়াছে; এবং তোমার মধ্যে লোকে পর্বতের উপরে ভোজন করিয়াছে; তোমার মধ্যে লোকে কুকর্ম করিয়াছে;


যে শাসনকর্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন, তাঁহার পরিচারকগণ সকলে দুষ্ট।


মিথ্যাসাক্ষী অদণ্ডিত থাকিবে না, মিথ্যাভাষী রক্ষা পাইবে না।


আর এলি, যিনি শীলোতে সদাপ্রভুর যাজক ছিলেন, তাঁহার সন্তান পীনহসের সন্তান ঈখাবোদের ভ্রাতা অহীটূবের পুত্র যে অহিয়, তিনি এফোদ বস্ত্রধারী ছিলেন। আর যোনাথন যে বাহির হইয়া গিয়াছেন, সেই কথা লোকেরা জানিত না।


সে অদ্যই নোবে বিলম্ব করিতেছে, সে সিয়োন-কন্যার পর্বতের, যিরূশালেম-গিরির, প্রতিকূলে হস্ত নাড়িতেছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন