Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 21:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

8 পরে দায়ূদ অহীমেলককে কহিলেন, এই স্থানে আপনার কাছে কি বর্শা বা খড়্‌গ নাই? কেননা রাজকার্যের তাড়াতাড়িতে আমি আপন খড়্‌গ বা অস্ত্র সঙ্গে আনি নাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

8 পরে দাউদ অহীমেলক্‌কে বললেন, এই স্থানে আপনার কাছে কি বর্শা বা তলোয়ার নেই? কেননা রাজকার্যের ব্যস্ততায় আমি আমার তলোয়ার বা অস্ত্র সঙ্গে আনি নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

8 দাউদ অহীমেলককে জিজ্ঞাসা করলেন, “আপনার কাছে এখানে কি কোনও বর্শা বা তরোয়াল নেই? আমি আমার তরোয়াল বা অন্য কোনও অস্ত্র নিয়ে আসিনি, কারণ মহারাজের কাজটি জরুরি ছিল।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 দাউদ অহিমেলককে বললেন, আপনার কাছে কোন বর্শা বা তরবারি আছে কি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 পরে দায়ূদ অহীমেলককে কহিলেন, এই স্থানে আপনার কাছে কি বড়শা বা খড়্‌গ নাই? কেননা রাজকার্য্যের তাড়াতাড়িতে আমি আপন খড়্‌গ বা অস্ত্র সঙ্গে আনি নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 দায়ূদ অহীমেলককে জিজ্ঞেস করলেন, “তোমার কাছে কি বল্লম বা তরবারি কিছু একটা আছে? রাজার কাজটা জরুরি তাই তাড়াতাড়িতে আমি সঙ্গে কোনো তরবারি বা অস্ত্রশস্ত্র আনি নি।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 21:8
6 ক্রস রেফারেন্স  

সেই দিন শৌলের দাসগণের মধ্যে ইদোমীয় দোয়েগ নামে একজন সদাপ্রভুর সাক্ষাতে নিবদ্ধ হইয়া সেই স্থানে ছিল, সে শৌলের প্রধান পশুপালক।


যাজক কহিলেন, এলা তলভূমিতে আপনি যাহাকে বধ করিয়াছিলেন, সেই পলেষ্টীয় গলিয়াতের খড়্‌গ আছে; দেখুন, ইহা এফোদের পশ্চাদ্দিকে এখানে কাপড়ে জড়ান আছে; ইহা যদি লইতে চাহেন, লউন, কেননা ইহা ছাড়া আর কোন খড়্‌গ এখানে নাই। দায়ূদ কহিলেন, সেখানির তুল্য আর নাই; সেইখানি আমাকে দিউন।


তখন ইদোমীয় দোয়েগ যে শৌলের দাসগণের নিকটে দাঁড়াইয়াছিল সে উত্তর করিল, আমি নোবে অহীটূবের পুত্র অহীমেলকের নিকটে যিশয়ের পুত্রকে যাইতে দেখিয়াছিলাম।


দায়ূদ অবিয়াথরকে কহিলেন, ইদোমীয় দোয়েগ সেই স্থানে থাকাতে আমি সেই দিনই বুঝিয়াছিলাম যে, সে নিশ্চয়ই শৌলকে সংবাদ দিবে। আমিই তোমার পিতৃকুলের সমস্ত প্রাণীর বধের কারণ।


পরে দ্রুতগামী রাজকীয় অশ্বে ধাবকগণ রাজার আজ্ঞায় খুব ত্বরিত ও প্রবর্তিত হইয়া যাত্রা করিল, এবং সেই আজ্ঞা শূশন রাজধানীতে প্রদত্ত হইল।


তোমরা থলি কি ঝুিল কি পাদুকা সঙ্গে লইয়া যাইও না এবং পথের মধ্যে কাহাকেও মঙ্গলবাদ করিও না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন