১ শমূয়েল 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটি নাই, কেবল পবিত্র রুটি আছে- যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক হইয়া থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 ইমাম দাউদকে জবাবে বললেন, আমার কাছে সাধারণ রুটি নেই, কেবল পবিত্র রুটি আছে— যদি সেই যুবকেরা কেবল স্ত্রী থেকে পৃথক হয়ে থাকে তবে তা খেতে পারবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কিন্তু যাজকমশাই দাউদকে উত্তর দিলেন, “আমার হাতে তো সাধারণ কোনও রুটি নেই; অবশ্য, এখানে কয়েকটি পবিত্র রুটি আছে—যদি লোকেরা স্ত্রীলোকদের সংস্পর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তবেই এগুলি তারা খেতে পারবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 পুরোহিত দাউদকে বললেন, আমার কাছে সাধারণ কোন রুটি নেই, শুধু নৈবেদ্যের রুটি আছে, আপনার লোকজন যদি স্ত্রীসংসর্গ রহিত অবস্থায় থাকে তবেই-দাউদ বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটী নাই, কেবল পবিত্র রুটী আছে—যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক্ হইয়া থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 যাজক বললেন, “আমার কাছে তো সাধারণ কোন রুটি নেই, কিন্তু পবিত্র রুটি আছে। তোমার লোকরা তা খেতে পারে, অবশ্য যদি কোন নারীর সঙ্গে তাদের যৌন সম্পর্ক না থেকে থাকে।” অধ্যায় দেখুন |