Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




১ শমূয়েল 21:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

4 যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটি নাই, কেবল পবিত্র রুটি আছে- যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক হইয়া থাকে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

4 ইমাম দাউদকে জবাবে বললেন, আমার কাছে সাধারণ রুটি নেই, কেবল পবিত্র রুটি আছে— যদি সেই যুবকেরা কেবল স্ত্রী থেকে পৃথক হয়ে থাকে তবে তা খেতে পারবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

4 কিন্তু যাজকমশাই দাউদকে উত্তর দিলেন, “আমার হাতে তো সাধারণ কোনও রুটি নেই; অবশ্য, এখানে কয়েকটি পবিত্র রুটি আছে—যদি লোকেরা স্ত্রীলোকদের সংস্পর্শ থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে তবেই এগুলি তারা খেতে পারবে।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 পুরোহিত দাউদকে বললেন, আমার কাছে সাধারণ কোন রুটি নেই, শুধু নৈবেদ্যের রুটি আছে, আপনার লোকজন যদি স্ত্রীসংসর্গ রহিত অবস্থায় থাকে তবেই-দাউদ বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 যাজক দায়ূদকে উত্তর করিলেন, আমার কাছে সাধারণ রুটী নাই, কেবল পবিত্র রুটী আছে—যদি সেই যুবকেরা কেবল স্ত্রী হইতে পৃথক্‌ হইয়া থাকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 যাজক বললেন, “আমার কাছে তো সাধারণ কোন রুটি নেই, কিন্তু পবিত্র রুটি আছে। তোমার লোকরা তা খেতে পারে, অবশ্য যদি কোন নারীর সঙ্গে তাদের যৌন সম্পর্ক না থেকে থাকে।”

অধ্যায় দেখুন কপি




১ শমূয়েল 21:4
9 ক্রস রেফারেন্স  

পরে তিনি লোকদিগকে কহিলেন, তোমরা তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও; কোন স্ত্রীলোকের নিকটে যাইও না।


আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন-রুটি রাখিবে।


তোমরা একজন অন্যকে বঞ্চিত করিও না; কেবল প্রার্থনার নিমিত্তে অবকাশ পাইবার জন্য উভয়ে এক পরামর্শ হইয়া কিছু কাল পৃথক থাকিতে পার; পরে পুনর্বার একত্র হইবে, যেন শয়তান তোমাদের অসংযমের কারণে তোমাদিগকে পরীক্ষায় না ফেলে।


বাহিনীগণের সদাপ্রভুর গৃহের যাজকদিগকে এবং ভাববাদিগণকে জিজ্ঞাসা করিতে পাঠাইল যে, আমি এত বৎসর যেরূপ করিতেছি, তদ্রূপ পঞ্চম মাসে আপনাকে পৃথ্‌ক করিয়া কি বিলাপ করিব?


তখন যাজক তাঁহাকে পবিত্র রুটি দিলেন; কেননা সেই স্থানে অন্য রুটি ছিল না, কেবল উহা তুলিয়া লইবার দিনে তপ্ত রুটি রাখিবার জন্য যে দর্শন-রুটি সদাপ্রভুর সম্মুখ হইতে স্থানান্তরীকৃত হইয়াছিল, তাহাই মাত্র ছিল।


আর স্ত্রীর সহিত পুরুষ রেতঃসুদ্ধ শয়ন করিলে তাহারা উভয়ে জলে স্নান করিবে, এবং সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।


এখন আপনার কাছে কি আছে? পাঁচখানি রুটি হউক, কিম্বা যাহা থাকে, আমার হাতে দিউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন