১ শমূয়েল 20:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 পরে তিনি বালকটিকে কহিলেন, আমি যে কয়েকটি তীর নিক্ষেপ করিব, তুমি দৌড়াইয়া গিয়া তাহা কুড়াইয়া আন। তাহাতে বালকটি দৌড়াইলে তিনি তাহার ওদিকে পড়িবার মত তীর নিক্ষেপ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 পরে তিনি বালকটিকে বললেন, আমি যে কয়েকটি তীর নিক্ষেপ করবো, তুমি দৌড়ে গিয়ে তা কুড়িয়ে আন। তাতে বালকটি দৌড়ালে তিনি তার ওদিকে পড়বার মত তীর নিক্ষেপ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 আর তিনি সেই ছেলেটিকে বললেন, “দৌড়ে গিয়ে আমার ছোঁড়া তিরগুলি খুঁজে নিয়ে এসো।” ছেলেটি দৌড়াতে শুরু করলে, তিনি তাকে পার করে একটি তির ছুঁড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 তাঁর সঙ্গে একটি ছোট ছেলে ছিল। তিনি ছেলেটিকে বললেন, আমি যে তীরগুলো ছুড়ব, তুই দৌড়ে গিয়ে সেগুলো কুড়িয়ে আনবি। ছেলেটি দৌড়াতে শুরু করলে তিনি তাকে ছাড়িয়ে সামনের দিকে তীর ছুঁড়লেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 পরে তিনি বালকটীকে কহিলেন, আমি যে কয়েকটী তীর নিক্ষেপ করিব, তুমি দৌড়িয়া গিয়া তাহা কুড়াইয়া আন। তাহাতে বালকটী দৌড়িলে তিনি তাহার ওদিকে পড়িবার মত তীর নিক্ষেপ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 সে বালকটিকে বলল, “যা, যে তীরগুলো আমি ছুঁড়ছি সেগুলো কুড়িয়ে নিয়ে আয়।” বালকটি ছুটতে লাগল, আর যোনাথন তার মাথার উপর দিয়ে তীর ছুঁড়ল। অধ্যায় দেখুন |