১ শমূয়েল 2:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 মাবুদ দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সদাপ্রভু দারিদ্র ও সম্পদ পাঠিয়ে দেন; তিনিই নত করেন আবার উন্নতও করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 দারিদ্র্য ও ঐশ্বর্য প্রভুই দেন উন্নতি অবনতি তাঁরই অবদান অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 সদাপ্রভু দরিদ্র করেন ও ধনী করেন, তিনি নত করেন ও উন্নত করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভুই কাউকে গরীব করেন, আবার কাউকে ধনে ভরে দেন। কাউকে নম্র করেন, আবার কাউকে সম্মান দেন। অধ্যায় দেখুন |