১ শমূয়েল 19:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 যোনাথন দায়ূদকে কহিলেন, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছেন; অতএব বিনয় করি, তুমি প্রাতঃকালে সাবধান হইবে, একটি গুপ্ত স্থান আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 যোনাথন দাউদকে বললেন, আমার পিতা তালুত তোমাকে হত্যা করতে চেষ্টা করছেন; অতএব আরজ করি, তুমি খুব ভোরে সাবধান হবে, একটি গুপ্ত স্থানে গিয়ে লুকিয়ে থেকো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তাই তিনি তাঁকে সতর্ক করে দিয়ে বললেন, “আমার বাবা শৌল তোমাকে হত্যা করার সুযোগ খুঁজছেন। কাল সকালে তুমি একটু সাবধানে থেকো; গোপন এক স্থানে গিয়ে তুমি লুকিয়ে থেকো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কিন্তু যোনাথন দাউদকে খব ভালবাসতেন তাই তিনি দাউদকে বললেন, আমার পিতা শৌল তোমাকে হত্যা করার চেষ্টা করছেন। তুমি কাল সকালবেলা সাবধানে একটা গোপন স্থানে লুকিয়ে থেক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কিন্তু শৌলের পুত্র যোনাথন দায়ূদের প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন। যোনাথন দায়ূদকে কহিলেন, আমার পিতা শৌল তোমাকে বধ করিতে চেষ্টা করিতেছেন; অতএব বিনয় করি, তুমি প্রাতঃকালে সাবধান হইবে, একটী গুপ্ত স্থান আশ্রয় করিয়া লুকাইয়া থাকিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2-3 যোনাথন দায়ূদকে সাবধান করে বলল, “সাবধান! শৌল তোমাকে মারবার সুযোগ খুঁজছে। সকাল বেলা মাঠে গিয়ে লুকিয়ে থেকো। আমি পিতাকে নিয়ে সেই মাঠে আসব এবং তুমি যেখানে লুকিয়ে থাকবে তার কাছে গিয়ে দাঁড়াব। আমি তোমার ব্যাপারে পিতার সঙ্গে কথা বলব। তারপর আমি কি জানলাম তা তোমাকে জানাব।” অধ্যায় দেখুন |