১ শমূয়েল 16:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 পরে তিনি লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠ, ইহাকে অভিষেক কর, কেননা এই সেই ব্যক্তি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 পরে তিনি লোক পাঠিয়ে তাঁকে আনালেন। তিনি কিছুটা লাল রংয়ের, সুনয়ন ও দেখতে সুন্দর ছিলেন। তখন মাবুদ বললেন, উঠ, একে অভিষেক কর, কেননা এ-ই সেই ব্যক্তি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 অতএব যিশয় লোক পাঠিয়ে তাকে ডেকে আনালেন। সে ছিল সুস্বাস্থ্যের অধিকারী ও তার চোখদুটি ছিল সুন্দর এবং দেখতেও সে ছিল রূপবান। তখন সদাপ্রভু বলে উঠলেন, “ওঠো ও একে অভিষিক্ত করো; এই সেই লোক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 যিশয় তখন লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। ছেলেটি সুদর্শন, রক্তিম তার গায়ের রং, চোখ দুটি উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, ওঠ, এই সেই ব্যক্তি, একে অভিষেক কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 পরে তিনি লোক পাঠাইয়া তাঁহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সুনয়ন ও দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কহিলেন, উঠ, ইহাকে অভিষেক কর, কেননা এ সেই ব্যক্তি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 যিশয় একজনকে পাঠালো তার ছোট ছেলেটিকে ডেকে আনতে। তার ছোট ছেলেটি দেখতে ভাল, রক্ত বর্ণের যুবক। প্রভু শমূয়েলকে বলল, “এই তো সেই ছেলে। ওঠো, একে অভিষেক করো।” অধ্যায় দেখুন |