১ শমূয়েল 15:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তিনি অমালেকের রাজা অগাগকে জীবিত ধরিলেন, এবং সমস্ত প্রজাকে খড়্গধারে নিঃশেষে বিনষ্ট করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তিনি আমালেকের বাদশাহ্ অগাগকে জীবিত ধরলেন এবং সমস্ত লোককে তলোয়ারের আঘাতে নিঃশেষে বিনষ্ট করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তিনি অমালেকীয়দের রাজা অগাগকে জীবিত অবস্থায় ধরে রেখে তার সব লোকজনকে তরোয়াল দিয়ে ধ্বংস করে ফেললেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 তিনি অমালেকীদের রাজা অগাগকে জীবিত অবস্থায় বন্দী করলেন। কিন্তু সমস্ত প্রজাদের খড়্গাঘাতে নিঃশেষে হত্যা করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তিনি অমালেকের রাজা অগাগকে জীবিত ধরিলেন, এবং সমস্ত প্রজাকে খড়্গধারে নিঃশেষে বিনষ্ট করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 অমালেকীয়দের রাজা ছিল অগাগ। শৌল জীবিত অবস্থায় অগাগকে বন্দী করেছিলেন এবং বাকী অমালেকীয়দের হত্যা করেছিলেন। অধ্যায় দেখুন |