১ শমূয়েল 15:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 শমূয়েল কহিলেন, তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন? আর এই গরুর ডাক আমি শুনিতেছি কেন? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 শামুয়েল বললেন, তবে আমার কর্ণগোচরে ভেড়ার ডাক আসছে কেন? আর এই গরুর ডাক আমি শুনতে পাচ্ছি কেন? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 কিন্তু শমূয়েল বললেন, “তবে আমার কানে কেন মেষের ডাক ভেসে আসছে? আমি কেন তবে গবাদি পশুর ডাক শুনতে পাচ্ছি?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 শমুয়েল জিজ্ঞাসা করলেন, অনেক পশুপালের ডাক শুনতে পাচ্ছি, এর অর্থ কি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 শমূয়েল কহিলেন, তবে আমার কর্ণগোচরে এই মেষের রব হইতেছে কেন? আর এই গোরুর ডাক আমি শুনিতেছি কেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তখন শমূয়েল বলল, “তাহলে আমি কিসের শব্দ শুনলাম? আমি কেন মেষ আর গরুর ডাক শুনতে পেলাম?” অধ্যায় দেখুন |