১ শমূয়েল 15:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর শমূয়েল শৌলের নিকটে আসিলে শৌল তাঁহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীর্বাদের পাত্র; আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর শামুয়েল তালুতের কাছে আসলে তালুত তাঁকে বললেন, মাবুদ আপনাকে দোয়া করুন; আমি মাবুদের কালাম পালন করেছি; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 শমূয়েল শৌলের কাছে গিয়ে পৌঁছালে শৌল বললেন, “সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন! আমি সদাপ্রভুর নির্দেশ পালন করেছি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 শমুয়েল শৌলের কাছে গেলে শৌল তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনার মঙ্গল করুন, আমি তাঁর আদেশ পালন করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর শমূয়েল শৌলের নিকটে আসিলে শৌল তাঁহাকে কহিলেন, আপনি সদাপ্রভুর আশীর্ব্বাদের পাত্র; আমি সদাপ্রভুর বাক্য পালন করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 শমূয়েল শৌলের কাছে গেল। শৌল তাকে বললেন, “প্রভু তোমার মঙ্গল করুন। আমি প্রভুর নির্দেশ পালন করেছি।” অধ্যায় দেখুন |