১ শমূয়েল 14:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 পরে শৌল কহিলেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাহাতে যোনাথন ধরা পড়িলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 পরে তালুত বললেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাতে যোনাথন ধরা পড়লেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 শৌল বললেন, “আমার ও আমার ছেলে যোনাথনের মধ্যে গুটিকাপাতের দান চালো।” তাতে যোনাথন ধরা পড়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 জনতা নির্দোষ প্রমাণিত হল। শৌল তখন বললেন, এবার পাশার দান ফেলে দেখা হোক, যোনাথন এবং আমার মধ্যে কে দোষী। তাতে দেখা গেল যোনাথন দোষী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 পরে শৌল কহিলেন, আমার ও আমার পুত্র যোনাথনের মধ্যে গুলিবাঁট কর; তাহাতে যোনাথন ধরা পড়িলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 শৌল বললেন, “আবার ওগুলো ছুঁড়ে দেখো কে দোষী, আমি না আমার পুত্র যোনাথন?” এবার যোনাথন ধরা পড়ল। অধ্যায় দেখুন |