১ শমূয়েল 14:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 পরে সকলে বনের মধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পরে সকলে বনের মধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 গোটা সৈন্যদল অরণ্যে প্রবেশ করল, আর সেখানে জমির উপর মধু পড়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তাই সারাদিন কেউ কিছু খায়নি। সেখানে অনেক গাছপালা বনজঙ্গল ছিল। সৈন্যরা সেখানে গিয়ে দেখল চারিদিকে মৌচাক ভর্তি। মৌচাকের কাছে গিয়ে তারা দেখল মধু ঝরে পড়ছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পরে সকলে বনমধ্যে গেল, সেখানে ভূমির উপরে মধু ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25-26 যুদ্ধ করতে গিয়ে তারা বেশ কিছু জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছিল। তারপর তারা এক জায়গায় মাটির ওপরে একটি মৌচাক দেখল, কিন্তু মৌচাকের কাছে গিয়েও খেল না। প্রতিশ্রুতি ভাঙ্গতে তাদের ভয় করছিল। অধ্যায় দেখুন |