১ শমূয়েল 13:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর কতকগুলি ইব্রীয় যর্দন পার হইয়া গাদ ও গিলিয়দ দেশে গেল। কিন্তু তৎকালেও শৌল গিল্গলে ছিলেন; এবং তাঁহার পশ্চাদ্গামী লোক সকল কমপান্বিত হইতে লাগিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর অনেক ইবরানী জর্ডান পার হয়ে গাদ ও গিলিয়দ দেশে চলে গেল। কিন্তু তখনও তালুত গিল্গলে ছিলেন; এবং তাঁর সঙ্গের সমস্ত লোক ভয়ে কাঁপতে লাগল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 হিব্রুদের মধ্যে কয়েকজন এমনকি জর্ডন নদী পেরিয়ে গাদ ও গিলিয়দ দেশেও চলে গেল। শৌল গিল্গলে থেকে গেলেন, এবং তাঁর সঙ্গে থাকা সব সৈন্যসামন্ত ভয়ে কাঁপছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিছু লোক জর্ডন নদী পার হয়ে গাদ এবং গিলিয়দ অঞ্চলে চলে গেল। শৌল তখন গিলগলে ছিলেন, তাঁর সঙ্গের লোকজনও ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর কতকগুলি ইব্রীয় যর্দ্দন পার হইয়া গাদ ও গিলিয়দ দেশে গেল। কিন্তু তৎকালেও শৌল গিল্গলে ছিলেন; এবং তাঁহার পশ্চাদগামী লোক সকল কম্পান্বিত হইতে লাগিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 কিছু ইব্রীয় যর্দন নদী পেরিয়ে গাদ আর গিলিয়দের দিকেও চলে গেল। শৌল তখনও গিল্গলে। তার সৈন্যরা সবাই ভয়ে কাঁপছে। অধ্যায় দেখুন |