১ শমূয়েল 13:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টীয়েরা তাহা শুনিল; তখন শৌল দেশের সর্বত্র তূরী বাজাইয়া কহিলেন, ইব্রীয়েরা শুনুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পরে যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের প্রহরী সৈন্যদলকে আঘাত করলে ফিলিস্তিনীরা তা শুনতে পেল; তখন তালুত দেশের সর্বত্র তূরী বাজিয়ে বললেন, ইব্রানীরা শুনুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 যোনাথন গেবাতে অবস্থিত ফিলিস্তিনীদের সেনা-ছাউনি আক্রমণ করলেন, এবং ফিলিস্তিনীরা তা শুনতে পেল। তখন শৌল গোটা দেশ জুড়ে শিঙা বাজিয়ে বললেন, “হিব্রু মানুষজন শুনুক!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 বাকী লোকদের তিনি বাড়ি পাঠিয়ে দিলেন। যোনাথন গেবায় ফিলিস্তিনী সৈন্যদের আক্রমণ করে তাদের পরাজিত করল আর ফিলিস্তিনীরা সকলে এ সংবাদ জানতে পারল। তখন শৌল ইসরায়েলের সমস্ত অঞ্চলে তূরী বাজিয়ে সমগ্র ইসরায়েল জাতিকে যুদ্ধে যোগদানের জন্য আহ্বান করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 পরে যোনাথন গেবাতে স্থিত পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদলকে আঘাত করিলেন, ও পলেষ্টীয়েরা তাহা শুনিল; তখন শৌল দেশের সর্ব্বত্র তূরী বাজাইয়া কহিলেন, ইব্রীয়েরা শুনুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 যোনাথন গেবা শিবিরে পলেষ্টীয়দের প্রধান সেনাপতিকে হত্যা করল। এখবর শুনে পলেষ্টীয়রা বলল, “ইব্রীয়রা বিদ্রোহ করেছে।” শৌল বলল, “কি হয়েছে ইব্রীয়রা শুনুক।” শৌল তার লোকদের বলল সমস্ত ইস্রায়েলে তারা শিঙা বাজিয়ে দিক। অধ্যায় দেখুন |