১ শমূয়েল 13:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 শৌল আপনার জন্য ইস্রায়েলের মধ্যে তিন সহস্র লোক মনোনীত করিলেন; তাহার দুই সহস্র মিক্মসে ও বৈথেল পর্বতে শৌলের সহিত থাকিল; এবং এক সহস্র বিন্যামীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল; আর অন্য সকল লোককে তিনি আপন আপন তাম্বুতে বিদায় করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তালুত নিজের জন্য ইসরাইলের মধ্যে তিন হাজার লোক মনোনীত করলেন; তার দুই হাজার মিক্মসে ও বেথেল পর্বতে তালুতের সঙ্গে থাকলো; এবং এক হাজার বিন্ইয়ামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকলো; আর অন্য সমস্ত লোককে তিনি নিজ নিজ তাঁবুতে বিদায় করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 শৌল ইস্রায়েল থেকে 3,000 জনকে বেছে নিলেন; 2,000 জন তাঁর সঙ্গে মিক্মসে ও বেথেলের পার্বত্য এলাকায় ছিল, এবং 1,000 জন যোনাথনের সঙ্গে বিন্যামীন গোষ্ঠীভুক্ত গিবিয়াতে ছিল। অবশিষ্ট লোকজনকে তিনি তাদের ঘরে ফিরিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 শৌল ইসরায়েলীদের মধ্য থেকে তিন হাজার লোককে বেছে নিলেন। এদের মধ্যে দুই হাজার লোককে বেছে নিলেন। এদের মধ্যে দুই হাজার লোক মিকমস এবং বেতেলের পার্বত্য এলাকায় শৌলের সঙ্গে এবং এক হাজার লোক বিন্যামীন প্রদেশের গিবিয়াতে যোনাথনের সঙ্গে থাকল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহার দুই সহস্র মিক্মসে ও বৈথেল পর্ব্বতে শৌলের সহিত থাকিল; এবং এক সহস্র বিন্যামীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল; আর অন্য সকল লোককে তিনি আপন আপন তাম্বুতে বিদায় করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 তিনি ইস্রায়েল থেকে 3000 পুরুষকে মনোনীত করলেন। বৈথেলের পাহাড়ে মিক্মস দেশে শৌলের সঙ্গে রইল 2000 জন। 1000 জন রইল যোনাথনের কাছে। তারা ছিল বিন্যামীনের গিবিয়া শহরে। সৈন্যদলের বাকি লোকদের তিনি বাড়ী পাঠিয়ে দিলেন। অধ্যায় দেখুন |